গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবেঃ মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ

ভোলা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এ সরকার আতঙ্কিত। তারা জানে তাদের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশে অত্যাচার নির্যাতন করে বেশী দিন ক্ষমতায় থাকা যাবে না। বাংলাদেশে অতীতে কোন আন্দোলন ব্যার্থ হয়নি। আমাদের আন্দোলনও ব্যার্থ হবে না। অল্প সময়ের মধ্যেই এই বছর শেষ হবার আগেই গনআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার নির্বাচনের পর দিনই ভুলে যায়। তারা মনোনিবেশ করে লুন্ঠনে। তারা এ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে কোনো গনতন্ত্র নেই।

শনিবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে তেল গ্যাস বিদ্যুতসহ নিত্যপন্যের দাম কমানো, খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তিসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ভোলায় বিএনপির মানবন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে। আফ্রিকার জঙ্গলে মানুষের যে অধিকার আছে স্বাধীন বাংলাদেশে সেই অধিকার নেই। এখন বিশ্বের সব দেশে বাংলাদেশের একটা বদনাম ছড়িয়ে গেছে, সেটা হলো লুন্ঠন কারিদের দেশ, মানবতা হরণকারিদের দেশ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন ত্বত্তাবধায়ক সরকারের অধীনে হবে। যেদিন ত্বত্তাবধায়ক সরকারের ব্যবস্থা করতে পারবো সেদিন থেকে আওয়ামী লীগের মন্ত্রী-এমপির পলায়ন শুরু হবে। মাঠে ময়দানে তাদের আর দেখতে পাবেন না। শৃলঙ্কার দৃশ্য আপনাদের সামনে আছে। আরেকটা শৃলঙ্কা এখানে হবে। মন্ত্রী-এমপিদের পড়নের কাপর ছিড়ে নিয়েছে সেখানকার জনগণ। আমরা শৃলঙ্কার মতো উন্নয়ন দেখতে চাই না।

জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক   শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশি ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক , ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ প্রমূখ।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »