আগামী ১২ ই মার্চ রবিবার অনুষ্ঠিতব্য জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে
স্পোর্টস ডেস্কঃ বুধবার (৮ মার্চ) ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ড্র অনুষ্ঠান হয়েছে। ড্র অনুষ্ঠানে জালালাবাদ অস্ট্রিয়া সমিতির টুর্নামেন্ট কমিটি এবং অংশগ্রহণকারী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোট ২০টি দল অংশগ্রহন করছে। লটারির মাধ্যমে ৫ টি করে দল নিয়ে ৪টি গ্রুপ নির্ধারন করা হয়েছে। প্রতিটি দলে দুজন করে খেলোয়াড় খেলবে। এখানে উল্লেখ্য যে, টুর্নামেন্টে কোন একক খেলা অনুষ্ঠিত হবে না।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামান এবং অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ।
আগামী রবিবার বেলা ১২:৩০ মিনিটে ভিয়েনার ২ নাম্বার ডিস্ট্রিক্টের মাক্স হালেতে খেলার উদ্বোধন করবেন জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার সভাপতি আবু সাইদ চৌধুরী লিটন এবং টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করবেন কার্যকরী কমিটির একাধিক সদস্যের সাথে সাধারণ সম্পাদক হাফেজ জাহেদ আহমদ।
নিম্নে বিভিন্ন গ্রুপের ও খেলোয়াড়ের নাম দেওয়া হল,
গ্রুপ “এ”
● মঈন + বাবলু জুটি
● শামীম + রুমন জুটি
● খালেদ + সাব্বির জুটি
● ইমন + জায়িদ জুটি
● হিমু + নাসির জুটি
গ্রুপ “বি”
● আজিম + মাসুম জুটি
● রুহুল + দীন ইসলাম জুটি
● শাহেদ + জাহাঙ্গীর জুটি
● শাকিল + ওমর জুটি
● আলী + ফারুক জুটি
গ্রুপ “সি”
● সেলিম + শামীম জুটি
● সোয়াইব + জাহেদ জুটি
● রাফি + সোহাগ জুটি
● শাকিব (Linz)+ নাঈম জুটি
● জুনায়েদ + রিয়াজ জুটি
গ্রুপ “ডি”
● আশরাফ + টিপু জুটি
● শামীম (২) + মাসুদ জুটি
● কুশল + ফায়জুল জুটি
● তানভীর + দূতাবাস জুটি
● জাকি + ওশিয়ুর জুটি।
কবির আহমেদ/ইবিটাইমস