
জার্মানির সংসদে অনিয়মিত অভিবাসন সীমিত করতে রক্ষণশীল দলের অনুরোধ খারিজ
জার্মানির মধ্য-ডান জোট (সিডিইউ/সিএসইইউ) ফেডারেল সরকারকে অনিয়মিত অভিবাসন সীমিত করতে এবং দেশে শরণার্থী সংখ্যা বৃদ্ধির মাঝে তথাকথিত “নিরাপদ” দেশের সংখ্যা বাড়াতে বলেছিল ইউরোপ ডেস্কঃ ইউরোপের অভিবাসন সংক্রান্ত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস জানায়,জার্মানির মধ্য-ডান জোট অনিয়মিত অভিবাসী প্রবেশের গতি কমাতে এবং আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত এবং নির্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছে। ইতালির উপকূলে সত্তরের কাছাকাছি অভিবাসীর প্রাণ হারানোর…