বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির নিজস্ব অফিস ভবনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব (আয়েবাপিসি)
ইউরোপ ডেস্কঃ আজ মহান একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য প্রাণ বিসর্জন দেন রফিক,শফিক, সালাম ও বরকত সহ আরও অনেকে। ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃত এবং ২০১০ সালে জাতিসঙ্গের সাধারণ পরিষদ ‘এখন’ থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসাবে পালিত হবে’ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বাংলাদেশের সময় রাত ১২ :০১ মিনিটের সাথে মিল রেখে ২০ ফেব্রুয়ারি ভিয়েনার সময় সন্ধ্যা ০৭:০১ মিনিটে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসানের নেতৃত্বে সমিতির সদস্যবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দ মহান মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির পুষ্পস্তবক অর্পণের পর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
যারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের মধ্যে অন্যতম বিএনপি অস্ট্রিয়া, বৃহত্তর নোয়াখালী সমিতি অস্ট্রিয়া, জালালাবাদ সমিতি অস্ট্রিয়া, কিশোরগজ্ঞ সমিতি অস্ট্রিয়া, বৃহত্তর বরিশাল সমিতি অস্ট্রিয়া, কুমিল্লা সমিতি অস্ট্রিয়া, চাঁদপুর সমিতি অস্ট্রিয়া, বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাব এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব। উপরোক্ত সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ইউরোপের সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান ও ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ অস্ট্রিয়া সিনিয়র ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সবশেষে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির পক্ষ থেকে অতিথিদের আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস