মহেশপুরে ২৫ মাদ্রাসায় নেই কোনো শহীদ মিনার

ঝিনাইদহ প্রতিনিধি:  চলছে ভাষা আন্দোলনের মাস। ইতোমধ্যে ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের মহেশপুরে ২৫ মাদ্রাসার একটিতেও নেই কোনো শহীদ মিনার।

সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, মহেশপুর উপজেলায় ১০টি কলেজের মধ্যে আটটি শহীদ মিনার আছে, ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতে, ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে, ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। কিন্তু উপজেলার ২৫টি মাদ্রাসার মধ্যে একটিতেও কোনো শহীদ মিনার নেই।

মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিকট চিঠি দেওয়া হয়েছে।

মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ বলেন, পরিকল্পনা করে পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হবে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

শেখ ইমন/ইবিটাইমস 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »