তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃত্যু ৪৫ হাজার ছাড়ালো

 ভয়াবহ ভূমিকম্পে তুরস্কেই নিহত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৩৯ হাজারের বেশি। আর সিরিয়ায় এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের লাশ উদ্ধার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়ায় এখনও উদ্ধার অভিযান চলছে। ফলে প্রতিদিনই বাড়ছে নিহতদের সংখ‌্যা। ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বের ৭০টিরও বেশি দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত মানুষের সংখ্যা সাড়ে ৩৯ হাজারের বেশি। আর সিরিয়ায় এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোয়লু শনিবার সকালে জানিয়েছেন, ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৬৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়া সরকার ও দেশটিতে জাতিসংঘের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ৮০০। ভূমিকম্পে দুই দেশ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৭২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের হায়াত নগরীতে উদ্ধার অভিযান শেষ করে অস্ট্রিয়ান রেসকিউ দলের ৮৪ জন সেনা সদস্য ভিয়েনায় ফেরত এসেছেন। অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে তারা ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে অস্ট্রিয়ান সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা,তাদের আত্মীয়স্বজন এবং অস্ট্রিয়ায় বসবাসকারী বিভিন্ন তুর্কী সংগঠন তাদেরকে অভ্যর্থনা জানায়।

এখানে উল্লেখ্য যে, অস্ট্রিয়ান রেসকিউ টিম ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ‌্য, গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৫ মিনিটে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো। ভূমিকম্পে মুহূর্তে ধসে পড়ে অনেক বহুতল ভবন। মিসর, লেবানন ও সাইপ্রাস থেকেও এ কম্পন অনুভূত হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »