স্পেনের বার্সেলোনায় ষ্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন এর বসন্ত বরণ উৎসব “ফাল্গুনী মেলা” অনুষ্ঠিত

স্পেন প্রতিনিধিঃ হাসি আনন্দে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে ১২ই ফেব্রুয়ারি ২০২৩ই তারিখ ষ্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন শাখার বসন্ত বরন উৎসব“ফাল্গুনী মেলা” বার্সেলোনার কায়ে দেল মারকোয়েস দে কামপো সাগরাদোর হলরোমে অনুষ্ঠীত হয়।

বিদেশের মাটিতে বাংলার এই ফাল্গুনী মেলা শুরু হয় বিকাল ৫টায়। সভাপতি নুরে আমিন টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি মাসুদা পারভীন মুন্নি পাখী, জামিল হোসেন, মারুফ আলী, আনোয়ার হোসেন রাজু গাজী, সাথে ছিলেন নাহিদা আফরিন মৃধা মৌসুমী, অহনা দিবা, ফয়ছল আহমেদ, সুমন দেওয়ান, রবিউল শাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনীয়া বার্সেলোনা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, বার্সেলোনা আওয়ামী লীগের সভাপতি শাহ আলম স্বাধীন, উপদেষ্টা কামরুল মোহামেদ, সান্তা কলোমা আওয়ামী লীগ এর সভাপতি মোখলেছুর রহমান নাসিম, সাধারন সম্পাদক এ কে আজাদ মোস্তফা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কাতালোনীয়া বার্সেলোনার সভাপতি জেবুন্নেছা জেবু, সাধারন সম্পাদক সাবরিনা জাহান পুতুল, যুগ্ন সাধারন সম্পাদক সালমা ইসহাক, সাংগঠনিক সম্পাদক নাজমা নাহার, দপ্তর সম্পাদক শামসুন নাহার রেনু, কাতালোনীয়া মহিলা সমিতির সভাপতি মেহেতাব হক জানু,ইন্ডিয়ান স্যুট এর পলাশ সহ সামাজিক, সাংগঠনিক ও সাংবাদিকবৃন্দ।

“পড়ে এসো পান্জাবি হলুদ কিংবা নীল, শাড়ী আমি পড়ব রেখে তোমার সাথে মিল” এ কথার সুরে সুরে মেলা অডিটরিয়মে লোক সমাগম হতে থাকে। রাজু দিবার কোকিল কন্ঠি সুরেলা গানে ফাল্গুনী মেলায় দর্শক উচ্ছলতা চোখে পড়ার মত। পরান গানের সুর যেন বসন্ত আমেজে পরানীকে খুজে ফিরে। স্টেইজে রসালো গল্পের ছলে জীবন সম্পর্কের গল্পে মেতে উঠেন সমাজ কর্মি কামরুল মোহামেদ, সাংবাদিক আফাজ জনী, শফিকুল ইসলাম স্বপন, জেবুন্নেসা জেবু, দিলরুবা সহ আরো অনেকে।

সংগঠনের সভাপতি নুরে আমিন টোকনের আহবানে ভূজন পর্বের পাশাশাশি রংবেরঙের পোশাক পড়া রমনিদের হাসি কথা আর সোহার্দতা বিদেশ মাটিতে বাংলার স্মৃতিময় মেলার দিন গুলিকে স্মরন করিয়ে দেয়।

পরিশেষে সভাপতি উপস্থিত সবাইকে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

মহিউদ্দিন হারুন/ইবিটাইমস  

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »