অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক অতিথি এই জাঁকজমক বিবাহোত্তর বৌভাতে উপস্থিত ছিলেন
ইউরোপ ডেস্ক থেকে কবির আহমেদঃ রবিবার (১২ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের Seestadt এর অভিজাত ARIANA EVENTLOCATON হলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান রেজাউল মোহাম্মদ (রেজা) ও মাহফুজা আক্তার (ফারিয়া) এর বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, গত বছর গ্রীষ্মকালে ভিয়েনায় তাদের বিবাহ অনুষ্ঠিত হয়েছে। রেজা আমাদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মোহাম্মদ নুরুল্লাহর বড় ছেলে এবং ফারিয়া কমিউনিটির সিনিয়র সিটিজেন মোহাম্মদ মোস্তফার মেয়ে। রেজা বর্তমানে ভিয়েনায় একজন আয়কর উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন।
এই জাঁকজমক বৌভাত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মোহাম্মদ মোস্তফার পরিবারের ৯ জন সদস্য ভিয়েনায় অবস্থান করছেন। কনের পিতা মোহাম্মদ মোস্তফার নিমন্ত্রণে সুদূর লন্ডন থেকে ভিয়েনায় বৌভাতে যারা স্বপরিবারে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হাসনাত কবির খান রিপন ও কে এম জে শামস বাবু।
জাঁকজমক এই আকর্ষণীয় এই বৌভাত অনুষ্ঠানে একেবারে বাংলাদেশী স্টাইলে খাবার পরিবেশন করা হয়। খাবার রান্নার প্রধান দায়িত্বে ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের পরিচিত খালেদ ফারুক ও দুলাল মিয়া। সকলেই এই প্রবাস জীবনে বাংলাদেশী স্টাইলের বৌভাত খাবারে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।
বর রেজার পিতা মোহাম্মদ নুরুল্লাহ এবং কনের পিতা মোহাম্মদ মোস্তফা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে এই বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমরা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি এবং ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে নব দম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
নির্বাহী সম্পাদক আন্তর্জাতিক/ইবিটাইমস