ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগর শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ির মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগর কেদ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এম মনিরুজ্জামান মনির। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভাকট খাইরুল আলম সরফরাজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য স্ট্যামফার্ড ইউনিভার্সিটি ট্রাষ্টি বার্ড চেয়ারম্যান ফতিনাজ ফিরোজ। এতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্য মনিরুজ্জামান মনির বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নতর রাষ্ট্রে পরিনত হবে। বিএনপি আবার ক্ষমতায় আসার জন্য নীল নকশা তৈরি করেছে। জনগন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচন আসতে আহবান করছিল। সেদিন তিনি নির্বাচন না এসে অরাজকতা সৃষ্টি করে ৩০০ মানুষক হত্যা করেছে। ৫০০ স্কুল পুড়িয়ে ফেলেছে । বিএনপিসহ বাংলাদেশের সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে । প্রগতিশীল সকল শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। অর্থনৈতিক চাকা সচল রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »