ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কারিগরি শিক্ষা ভবনের ভিত্তি ফলক স্থাপন

ঝালকাঠি প্রতিনিধি: স্মার্ট বাংলাদশর ভূমিকা রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারে এইরকম একটি প্রতিষ্ঠান ঝালকাঠির টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলজর কারিগরি শিক্ষার আওতায় ৭ তলা বিশিষ্ট প্রায় ১২ কোটি টাকা ব্যয় ভবন নিমাণের ভিত্তি ফলক স্থাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাব এর ভিত্তিফলক উন্মােচন করছেন। দীর্ঘ কাঙ্খিত এই প্রতিষ্ঠানটি নানা ধরণের জটিলতা উত্তরণ করে অবশেষে এর বাস্তবায়নের রুপ পেল। ঝালকাঠি প্রাথমিক শিক্ষা অফিসের পিছনে ও জেলা শিক্ষা অফিসের পাশে গণপূর্ত বিভাগের অধিকগ্রহণ করা জায়গায় শিক্ষাজোনে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে।

প্রাথমিকভাব এই প্রতিষ্ঠানের বিপক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছিলো। প্রতিষ্ঠানটির জন্য জায়গা অন্যত্র খোজা হচ্ছিল কিন্তু উপযুক্ত স্থান না পাওয়ায় ডিজাইন পরিবর্তন কর শিক্ষাজোনের নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে । উদ্ধোধনী অনুষ্ঠানে ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, উপজলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও প্রকল্প পরিচালক সুব্রত পাল এবং নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামসহ বিভিন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই প্রকল্প পরিচালক সুব্রত পাল জানান, জননেতা আলহাজ্ব আমির হাসন আমু এমপির মত একজন বরষিয়ান ও বলিষ্ঠ নতা এই প্রতিষ্ঠানটির ভিত্তিফলক স্থাপন করবেন এটা তার জন্য একটি গর্বের। এই প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এই প্রতিষ্ঠানটিত ৬টি কম্পিউটারাইজড, ৬টি ওয়ার্কশপ থাকবে এবং সেখান থেকে কারিগরি শিক্ষার উন্নত প্রযুক্তি গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও ৭তলার এই একাডমিক ভবন টিসার্সরুম, হলরুম এবং আধুনিক লিফট থাকছে। শিক্ষার্থীদের মেকানিক্যাল ওয়ার্কশপই তাদের ক্লাসরুম। এখান সবকিছুই হাত কলম শিখানো হবে।

প্রকল্প বাস্তবায়নকারী শিক্ষা প্রকৗেশল অধিদপ্তরের নির্বাহী প্রৌকশলী শহিদুল ইসলাম জানান, এই প্রকল্প বাস্তবায়ন ১২কোটি টাকা ব্যয় হবে এবং জেবি ও মাদাচ্ছের আলী মল্লিক নামের মালিকানাধীন একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করবেন।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »