ইতালির অভিবাসন বিরোধী ডিক্রি প্রত্যাহারের দাবি ইইউর মানবাধিকার কমিশনারের

ইতালির নতুন ডিক্রির ফলে মানবিক উদ্ধার জাহাজগুলি সমুদ্রে অভিবাসীদের দুর্দশা জানার পরেও তাদের উপেক্ষা করতে বাধ্য হচ্ছে

ইউরোপ ডেস্কঃ ইউরোপীয় কাউন্সিলের মানবাধিকার কমিশনার ডি মিইয়াতোভিচ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানান, “ইতালির উচিত দেশটির নতুন অভিবাসন বিরোধী ডিক্রি প্রত্যাহার বা সংশোধন করা৷ ফলে এটি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিষয়গুলি সম্পূর্ণভাবে মেনে চলতে পারবে৷”

ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন সংক্রান্ত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে,কাউন্সিল অফ ইউরোপের মানবাধিকার কমিশনার বলেছেন, ইতালির নতুন ডিক্রির ফলে মানবিক উদ্ধার জাহাজগুলি সমুদ্রে অভিবাসীদের দুর্দশা জানার পরেও তাদের উপেক্ষা করতে বাধ্য হচ্ছে৷ অভিবাসীদের মৌলিক চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত সহায়তা দিতেও দেরি হচ্ছে।

ইউরোপীয় কাউন্সিলের মানবাধিকার কমিশনার ডি মিইয়াতোভিচ জানান, “ইতালির উচিত দেশটির নতুন অভিবাসনবিরোধী ডিক্রি প্রত্যাহার বা সংশোধন করা৷ ফলে এটি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিষয়গুলি সম্পূর্ণভাবে মেনে চলতে পারবে৷”

ইতালির নতুন অভিবাসন ডিক্রির লক্ষ্য হচ্ছে, মানবিক উদ্ধারকারী জাহাজগুলির কার্যক্রম সীমাবদ্ধ করে দেয়া৷ দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ডানপন্থি সরকার এই নিয়ম চালু করেছেন৷ ইউরোপীয় কাউন্সিল গত সপ্তাহে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসিকে দেয়া চিঠিতে ইতালির অভিবাসন ডিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইইউর অনলাইনে এটি প্রকাশ করা হয়।

ইতালি সরকারের নতুন ডিক্রিতে বলা হয়েছে, অভিবাসী উদ্ধার জাহাজগুলিকে উদ্ধার অভিযানের পর অবশ্যই দ্রুত বন্দরে নোঙ্গরের জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে হবে৷ এ সময় নতুন করে কোনো অনুসন্ধান চালিয়ে যাওয়ার বদলে বন্দরের দিকে যেতে হবে। আলোচিত এই ডিক্রিটি জানুয়ারির প্রথম দিকে কার্যকর হয়েছে৷ তবে এটিকে আইনে পরিণত করতে ইতালির সংসদের অনুমোদন দরকার। এর মধ্যে ডিক্রির সংশোধন করা যেতে পারে।

অভিবাসী ডিক্রি সমুদ্রে ‘দুর্ভোগ দীর্ঘায়িত করে’: মিইয়াতোভিচের মতে, যদি জাহাজগুলি ইতিমধ্যে কিছু ব্যক্তিকে উদ্ধার করে থাকে, ডিক্রি অনুযায়ী ‘একই অঞ্চলের অন্যান্য উদ্ধারের অনুরোধ (উদ্ধারের আহ্বান) উপেক্ষা করতে তারা বাধ্য৷ এমনকি জাহাজে জায়গা এবং উদ্ধারের ক্ষমতা থাকলেও তারা সেটি করতে পারবে না৷”

তিনি আরো বলেন, “মানবিক জাহাজের জন্য আরো দূরবর্তী বন্দর বরাদ্দ করা সমুদ্র থেকে উদ্ধার করা অভিবাসীদের দুর্ভোগকে দীর্ঘায়িত করে এবং তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সহায়তা পেতে অকারণে দেরি হয়৷” এক প্রতিক্রিয়ায়, ইতালি এই বিষয়টি অস্বীকার করেছে৷ তাদের দাবি, নতুন উদ্ধার অভিযান নিষিদ্ধের ডিক্রির ফলে মানবিক জাহাজগুলিকে উদ্ধারের অনুরোধ উপেক্ষা করতে বাধ্য করা হচ্ছে এমন নয়৷

ইতালি জানিয়েছে, সমুদ্র থেকে অভিবাসীদের কোনো নিয়ম মেনে “সিস্টেম্যাটিক পিক আপ” বা নিয়মতান্ত্রিকভাবে উদ্ধার করা হত না৷ তাই অনিয়ম বন্ধ করে সমন্বয়ের মাধ্যমে উদ্ধারকাজ করতে বলা হয়েছে৷ ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে প্রায় এক লাখ পাঁচ হাজার ১৪০ জন অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছে, যা ২০২১ সালে ছিল ৬৭ হাজার ৪৭৭ এবং ২০২০ সালে ছিল ৩৪ হাজার ১৫৪ জন, মানে অভিবাসীদের সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে৷

জাতিসংঘের তথ্য অনুসারে, ২০২২ সালে সেন্ট্রাল ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় প্রায় এক হাজার ৪০০ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। মানবিক অভিবাসী জাহাজগুলো উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের ১০ শতাংশ বা তার একটু বেশি পরিমাণ মানুষকে উদ্ধার করে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »