ভোলা প্রতিনিধিঃ ভোলার সদর উপজেলার ইলাশা সড়কে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক বৃদ্ধা নিহত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালের দিকে ভোলা-ইলিশা সড়কের ইলিশা গোডাউন এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে এই নিউজ লেখা পযন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামিনুর রশিদ জানান, সকালের দিকে ভোলা থেকে একটি যাত্রীবাহি মাইক্রোবাস ইলিশা ফেরিঘাটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অজ্ঞাতনামা ওই নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামির ওই মাইক্রোবাসটি পথচারি নারীকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা মাইক্রোবাসটিকে আটক করে। পরে মাইক্রোবাস চালক আহত নারীকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তখন ওই চালক হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করছে।
এসআই আরও বলেন, ঘাতক মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে একই সাথে নিহত নারী পরিচয় জানার চেস্টা করছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
মনজুর রহমান/ইবিটাইমস