ভিয়েনা প্রতিনিধিঃ অস্ট্রিয়া সরকার এখন পর্যন্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তৌহিদুল ইসলামেন ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত দেয়নি। এরইমধ্যে তৌহিদুলের জন্য অস্ট্রিয়া সরকারকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সে চিঠিরও কোনো জবাব দেয়নি দেশটি।
পররাষ্ট্র মন্ত্রী চিঠিতে পেশাদার কূটনীতিক মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দেশটির সরকারকে অবহিত করেছেন।
পশ্চিমা কূটনৈতিক বিশ্লেকরা মনে করেন, তৌহিদুলের নির্দোষ প্রমাণের বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানাতে হবে। তাদের ধারনা ইতালি পূর্বের বিষয়টি ইইউর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোটিশ করে রেখেছে।
পশ্চিমা দেশগুলোতে কূটনীতিকদের নারী ঘটিত বিষয় বেশ গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। অস্ট্রিয়ায় সাধারণ কূটনীতিক, রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নারী ঘটিত কোন অভিযোগ উত্থাপিত হলে, তাকে প্রথমে পদত্যাগ করতে হয় এবং পরে আইনী প্রক্রিয়ার মোকাবিলা করতে হয়।
ভিয়েনা/ইবিটাইমস