দেশের মানুষ গণতন্ত্র হত্যাকারীদের আর ভোট দেবে না : মোশাররফ

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, ‘যারা গায়ের জোরে ক্ষমতায় রয়েছে তারা জিয়াউর রহমান, তার পরিবারকে এবং প্রতিষ্ঠিত দলকে ভয় পায়। যার কারণে বিএনপির ডাক দেওয়া গণসমাবেশকেও ভয় পায়। গণতান্ত্রিক কর্মসূচি করতে দিতে চায় না। বলেন, আওয়ামী লীগের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে। এদেশের মানুষ আওয়াজ তুলেছে, তারা গণতন্ত্র হত্যাকারীদের আর ভোট দেবে না।’

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় শুক্রবার (২০ জানুয়ারি) মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

মোশাররফ হোসেন বলেন, ‘যারা দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে ধ্বংস করে দিয়েছে, তারা অর্থনীতিকে আর মেরামত করতে পারবে না। যারা দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেছে, তারা বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবে না।’

পেশাজীবীদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ হোসেন বলেন, ‘আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং অবদানের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা এ সরকারকে বিদায় করে বিএনপির রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই। বিদায় করার জন্য আমরা ১০ দফা কর্মসূচি দিয়েছি। একটি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যাতে গঠিত হয়, সেজন্য রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির পক্ষ থেকে ২৭ দফা ঘোষণা করা হয়েছে।’

মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে সার্বভৌম দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার দল বিএনপি। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল মুক্তিযোদ্ধাদের দল। আর তারা হলো মুক্তিযুদ্ধের সমর্থক দল।’

ঢাকা/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »