ঝালকাঠি ও নলছিটি উপজেলায় খাস জমি উদ্ধারে গতি অন্য দুটি উপজেলার চেয়ে তুলনামূলক কম

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় ২৭৬০.১১ একর কৃষি খাস জমি এবং ২২৫.৯৯২ একর অবৈধ দখলে থাকা খাস জমি রয়েছে। এর মধ্যে ১৮১.৮৭২ একর উদ্ধারযোগ্য খাস জমি রয়েছে। সরকার ৪৪.১২একর খাস জমি উদ্ধার করেছে।

কৃষি খাস জমির মধ্যে ২৭৬০.১১ একর কৃষি খাস জমির মধ্যে ১৯৫৪.২৪৬ একর কৃষি জমি বন্দোবস্ত দেয়া হয়েছে এবং ১৮১.৫০২ একর জমি অবৈধ দখলে রয়েছে। কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়ায় ৩ হাজার ৬১১টি পরিবার উপকৃত হয়েছে এবং ৪১৪.০৪২ একর জায়গা নিয়ে সরকারের সাথে দেওয়ানী মামলা রয়েছে।

ঝালকাঠি সদর উপজেলায় কৃষি খাস জমির পরিমাণ ৩৫৪.০৪ একর এর মধ্যে ২৪৮.২৫ একর বন্দোবস্ত দেয়া হয়েছে ও ৩৮৮পরিবার উপকৃত হয়েছে। বর্তমানে ২৮.৫৪ একর অবৈধ দখলকারীদের দখলে রয়েছে। ২৩.৪৯ একর দেওয়ানী মামলাভূক্ত রয়েছে। নলছিটি উপজেলায় ৮৪১.১১ একর কৃষি খাস জমির মধ্যে ২৭২.৭৬৩ একর জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। ৫৬৭টি পরিবার এতে উপকৃত হয়েছে। এই উপজেলায় ১৩৮.৮৭ একর অবৈধ দখলে খাস জমি রয়েছে এবং ৩৪২.২৭৫ একর দেওয়ানী মামলাভূক্ত রয়েছে। রাজাপুর উপজেলায় ৯৫৩.৭৪ একর কৃষি খাস জমির মধ্যে ৮৮৬.০৯৩ একর বন্দোবস্ত দেয়া হয়েছে এবং বন্দোবস্ত দেয়ার ফলে ১ হাজার ৯৯৬টি পরিবার উপকৃত হয়েছে। বর্তমানে ১০.২০২ একর অবৈধ দখলে রয়েছে ও ৩৮.১৬৭০ একর দেওয়ানী মামলাভূক্ত রয়েছে। কাঠালিয়া উপজেলায় ৬১১.২২ একর কৃষি খাস জমির মধ্যে ৫৪৭.১৪ একর কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে এবং এতে ৬৬০টি পরিবার উপকৃত হয়েছে। বর্তমানে ৩.৮৯ একর অবৈধ দখলে রয়েছে ও ১০.১১ একর দেওয়ানী মামলাভূক্ত রয়েছে। ২৬.৬১ একর জমি ছৈলার চর ও ডিসি লেকের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

অবৈধ দখলীয় ২২৫.৯৯২ একর খাস জমির মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৩২.৬২ একর অবৈধ দখলীয় জমির মধ্যে ২৮.৫৪ একর উদ্ধারযোগ্য খাস জমি এবং এ পর্যন্ত ৪.০৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। নলছিটি উপজেলায় ১৪৫.৫৪ একর অবৈধ দখলীয় খাস জমির মধ্যে ১৩৮.৮৭ একর উদ্ধারযোগ্য খাস জমি এবং এ পর্যন্ত ৬.৬৭ একর জমি উদ্ধার করা হয়েছে। রাজাপুর উপজেলায় ২০.৯৬২ একর অবৈধ দখলীয় খাস জমির মধ্যে ১০.২০২ একর উদ্ধারযোগ্য খাস জমি এবং এ পর্যন্ত ১০.৭৬ একর উদ্ধার করা হয়েছে। কাঠালিয়া উপজেলায় ২৬.৮৭ একর অবৈধ দখলীয় খাস জমির মধ্যে ৩.৮৯ একর উদ্ধারযোগ্য খাস জমি এবং এ পর্যন্ত ২২.৯৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠি ও নলছিটি উপজেলায় খাস জমি উদ্ধারে গতি অন্য দুটি উপজেলার চেয়ে তুলনামূলক কম রয়েছে। ঝালকাঠি রাজস্ব বিভাগের সূত্র অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »