ঢাকা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার মুক্তি পান।
সালাম ও এ্যানি মুক্তি হতে পারে, এমন খবর পেয়ে বুধবার বিকেল থেকেই দলের নেতাকর্মীরা কারা ফটকে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যায় তারা মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
গত বছর ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা/ইবিটাইমস/আরএস