চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল এই ৩টি ইউনিয়ন পরিষদের সাধারন ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এ শপথ বাক্য পাঠ করান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো.মোরশেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম, সদ্য সমাপ্ত জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন ও জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শহিদুল ইসলাম জামাল অন্যান্যের মধ্য বক্তৃতা করেন।
চরফ্যাসন/ইবিটাইমস