ইবিটাইমস ডেস্ক: দীর্ঘ ৩০ বছর পালিয়ে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছে ইতালির শীর্ষ মাফিয়া। আইনজীবীরা বলছেন, ম্যাটিউ মেসিনা দিনারো সিসিলিস কোসা নস্ট্রারার একজন মাফিয়া। এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
সোমবার সিসিলিয়ান রাজাধানী পালেরমোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ৬০ বছর ধরে ওই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন।
মেসিনা ডেনারোকে ১৯৯২ সালে মাফিয়া বিরোধী আইনজীবী জিওভানি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডে সহযোগিতা করায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এর পরের বছরই ফ্লোরেন্স, রোম এবং মিলানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ বলছে, অনেক বছর নিখোঁজ থাকার পরও গত বছরের সেপ্টেম্বর থেকে পশ্চিমের সিসিলিয়ান শহর ট্রাপানিতে তার আঞ্চলিক শক্ত ঘাঁটিগুলোর আশেপাশে মাফিয়া বাহিনী গড়ে তোলে। সেখানে সে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
শীর্ষ এই মাফিয়াকে গ্রেপ্তার করায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একে রাষ্ট্রের বড় বিজয় বলে মন্তব্য করেছেন।
গ্রেপ্তারের পর কুখ্যাত এই মাফিয়া বসকে কড়া নিরাপত্তায় একটি গোপন জায়গায় নিয়ে রাখা হয়।
মাত্তেও মেসিনা দেনারোর বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড, অপহরণ, নির্যাতন ও রোমে ভয়ানক বোমা হামলার অভিযোগ রয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএস