
পঞ্চাশ হাজার বছর পর প্রথমবারের মতো দেখা যাবে ধূমকেতু
ধূমকেতু C/2022 E3 ৫০,০০০ হাজার পর পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করার সময় বর্তমানে খালি চোখে রাতের আকাশে দেখা যাবে আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপীয় গবেষণা সংস্থা ইসার উদ্ধৃতি দিয়ে অস্ট্রিয়ার NÖ রাজ্যের টেলিভিশন অস্ট্রিয়া টুডের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। আদি মানব নিয়ানডার্থাল যুগের সময়ে পৃথিবী থেকে শেষবার দেখা গিয়েছিল এই…