ঢাকা প্রতিনিধিঃ যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি নিয়ে আবারো মাঠে নামছে বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রসহ সারা দেশে সব মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে দলটি। সেখান থেকে আসতে পারে নতুন কর্মসূচি। দলের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি রাজধানীতে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় মিছিল শুরু হবে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি। দীর্ঘ ৩৩ দিন কারাভোগের পরে দলীয় এ গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকলেও হাসপাতালে ভর্তি থাকার কারণে আগামীকালের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে অংশ নিতে পারছেন না বিএনপির মহাসচিব।
ঢাকা/ইবিটাইমস/এমআর