ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় দুই শতাধিক দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপকূল ফাউন্ডেশনের উদ্যোগে এই কম্বল বিতরন করা হয়।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরন করা হয়।
উপকূল ফাউন্ডেশন’র মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবী ইউনিট সমূহের কো-অর্ডিনেটর মোঃ সামাদ মাতাব্বর এর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, শীতার্ত মানুষের পাশে সবাই মিলে পরিকল্পিতভাবে দাঁড়ালে শীতার্ত মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সেচ্ছ্বাসেবী সদস্য মোঃ মামুন, রিকছন চন্দ্র দাস, মোঃ ইউসুফ, শামীম প্রমূখ।
উল্লেখ্য; উপকূল ফাউন্ডেশন ‘সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছ্বাসেবী ইউনিটের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির কাজে সচেষ্ট রয়েছে। ইতিপূর্বে উপকূল ফাউন্ডেশন মনপুরায় তালবীজ বপন, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও করোনাকালীন সময়ে ফ্রি মাস্ক বিতরণ সহ নানা সামাজিক কাজে সক্রিয় রয়েছে। উপকূল ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় এসব কাজে তরুণদের উদ্বুদ্ধ করে আসছে।
মনজুর রহমান/ইবিটাইমস