ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার(৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ (৪৫) ওই বাড়ির সুলতান আহমেদের ছেলে।
জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনের বাগানে একটি সুপারী গাছ কাটতে যায় ইউসুফ। এসময় গাছটি পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে খুঁটি থেকে গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। এ অবস্থা দেখে পাশে থাকা তার স্ত্রী চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর ইউসুফকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস