অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের প্রথম চিকিৎসক ডাক্তার জামশেদ আলম রাকিব কমিউনিটির গৌরব
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল শনিবার (৭ ডিসেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ WOK TIME Restaurant এ অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এবং কমিউনিটির সকলের পরিচিত ওয়াহিদুল আলম ও মিসেস জিনিয়া আলমের তিন ছেলে সন্তানের মধ্যে বড় ছেলে জামশেদ আলম রাকিবের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠিত হয়েছে।
এই বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে, ওয়াহিদুল আলমের বড় ছেলে জামশেদ আলম রাকিবের সাথে অধ্যাপক ইব্রাহিমের মেয়ে মারুফা আক্তারের বিয়ে সম্পন্ন হয় ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লায়। অত্যন্ত জাঁকজমক এই বিবাহ অনুষ্ঠানে উভয় পক্ষের বিপুল আত্মীয়স্বজন সহ অনেক শুভাকান্খী উপস্থিত ছিলেন। কনের বাবা প্রফেসর ইব্রাহিম দীর্ঘদিন পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজে রসায়ন বিভাগে অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করার পর মুন্সীগন্জ জেলার একটি কলেজের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করে বর্তমানে অবসরে আছেন।
আমাদের কমিউনিটির ওয়াহিদুল আলমের পৈত্রিক বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায় হলেও বর্তমানে কুমিল্লা শহরের চড়তা, মুন্সীবাড়িতে বাড়ি করেছেন। তিনি প্রথমদিকে ভিয়েনার প্রতিবেশী রাজ্য NÖ রাজ্যে বসবাস করতেন। ওয়াহিদুল আলমের পরিবার ২০০০ সালে অস্ট্রিয়ায় আসার পর তাদের বড় ছেলে স্কুলের পড়ালেখা শেষ করে উচ্চতর প্রযুক্তির HTL কলেজ থেকে Matura (স্কুল সমাপনী পরীক্ষা) সম্পন্ন করেন। তারপর ভিয়েনার মেডুনি (Medical University of Vienna) থেকে সাফল্যের সাথে চিকিৎসা শাস্ত্র (ডাক্তারি) সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভিয়েনার ১৪ নাম্বার ডিস্ট্রিক্টের Baumgarten হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার হিসাবে কর্মরত আছেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের প্রথম ডাক্তার জামশেদ আলম রাকিব বর্তমানে হাসপাতালের ডাক্তার হিসাবে কর্মরত অবস্থায় তার পাশাপাশি প্যাথলজি বিভাগে উচ্চতর শিক্ষা(এফ আর সি এস) করছেন। কনে মারুফা আক্তার বৃটেনের অ্যাসেক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ভিয়েনার University of Economics এ একজন ইংরেজি অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ওপর পি এইচ ডি করছেন।
ওয়াহিদুল আলম ও মিসেস জিনিয়া আলম অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রিত শুভাকান্খীদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রিত অতিথিরা রাকিব ও মারুফার বিবাহোত্তর বৌভাতে একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করে সন্তুষ্টি প্রকাশ করেন। সকলে অত্যন্ত আনন্দের সাথে খাবার গ্রহণ ও ফটো সেশনে অংশগ্রহণ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস