ভোলার চরফ্যাশনে ৩ ইউপির ২ টিতে স্বতন্ত্র ও একটিতে নৌকা বিজয়ী

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে ৩ ইউপির নির্বাচনের মধ্যে  দুই  চেয়ারম্যান পদে সতন্ত্র এবং একটিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেনন।
বিজয়ীরা হলেন, জিন্নাগড় ইউনিয়নে নৌকার মনোনিত  প্রার্থী মোঃ হোসেন মিয়া (নৌকা) আমিনাবাদ ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সায়েদুর রহমান মিঠু (আনারস) ও নীল কমল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন (মোটরসাইকেল)। বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) রাতে চরফ্যাশন উপজেলা রির্টানিং অফিসার মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬৬. ৭৩ ভাগ ভোট কাষ্ট হয়েছে। সুষ্ট পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ফলাফলে

জিন্নাগর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ হেসেন মিয়া। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোল্লা আবুল কালাম আজাদ আনারস প্রতিকে পেয়েছেন ২ হাজার ৮ ভোট।আমিনাবাদ  ইউনিয়নে সায়েদুর রহমান আনারস প্রতিকে  ৪ হাজার ৬৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্বি আনোয়ার হোসেন ঘোড়া প্রতিকে পেয়েছেন ২ হাজার ২৪৬ ভোট। অন্যদিকে নীল কমল ইউনিয়নে ইকবাল মোটরসাইকেল প্রতিকে ৭ হাজার ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলমগীর হাওলাদার নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১৭৫ ভোট।

এ ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন সহ ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »