ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির প্রশাসনিক জোনে নির্মাণ করা শিশু পার্কটি এখন অবহেলিত। ১৯৮৫ সালের ১৮ সেপ্টেম্বর ঝালকাঠির প্রথম জেলা প্রশাসক এস এম শামসুল আলম এই পার্কটি ভিত্তি ফলক নির্মাণ করেছিলেন এবং এখানে শিশুদের খেলাধুলোর জন্য দোলনাসহ কিছু রাইডার নির্মাণ করা হয়েছিল এবং প্রয়োজনের তুলনায় তা ছিল অপ্রতুল। এইসব সরঞ্জামের অনেক কিছুই এখন ভেঙ্গে নষ্ট হয়ে গেছে এবং নতুন করে সংযোজন হয়নি। প্রায় ১মাস ধরে এই পার্কের নির্মিত ২টি ষ্টীলের ছাতার মধ্যে ১টি ভেঙ্গে বসার স্থানের পাশেই পড়ে রয়েছে। ছাতাটিকে পূনরায় মেরামত করে ছাতাটি দাড় করানো কোন প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে না।
১৯৮৫ সালে প্রথম জেলা প্রশাসক এস এম শামসুল আলম এই শিশু পার্কের ১টি উন্মুক্ত মঞ্চ করেছিলেন এবং তাকে ঘিরেই এখানে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান ও একাধিকবার মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২০০৮ সালে ২৫ মার্চ তৎকালীন জেলা প্রশাসক হরি প্রসাদ পাল উন্মুক্ত মঞ্চের উপরে অনুষ্ঠান উপযোগী শেড নির্মানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন। ঝালকাঠি পৌরসভা তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র আইউব আলী তালুকদার সহযোগীতায় এই প্রকল্প বাস্তবায়ন করেছিলেন।
বাধন রায়/ইবিটাইমস