ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে পঞ্চাশ পিচ ইয়াবাসহ ডাকাতি,চুরি,খুন অস্ত্র মামলার দুই আসামিকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন,উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মোঃ নুরুল হকের ছেলে মো. নয়ন(২৬) ও একই গ্রামের মোঃ হেমায়েত শিকদারের ছেলে মো. শিপন(৩৫)।
বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর)সকালে দুইজনকে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার তাদেরকে উপজেলার এই গ্রামের ধান শুকানোর একটি টং ঘর থেকে ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে এসআই মোঃ মনিরুজ্জামান মুনির সংগীয়ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান ডিউটি করাকালীনে গোপন সংবাদের ভিত্তিতে এই ঢং ঘর থেকে ৫০ পিচ ইয়াবাসহ নয়ন ও শিপনকে আটক করা হয়। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে আটককৃত নয়নের বিরুদ্ধে চুরি,নেশা প্রয়োগ করে চুরি সহ ১৪ টি মামলা ও শিপনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন, অস্ত্র সহ ১৪ টি মামলার তথ্য পাওয়া যায়।এ ছাড়াও নয়ন এর বিরুদ্ধে ০৩ টি ওয়ারেন্ট পাওয়া যায়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মাকসুদুর রহমান মুরাদ জানান,এই দুইজন একাধিক চুরি,ডাকাতি,খুন ও অস্ত্র মামলার আসামি। নয়নে বিরুদ্ধে থানায় ওয়ারেন্টও রয়েছে।আটকের সময় তাদের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস