ঝিনাইদহ প্রতিনিধিঃ ১৩ ডিসেম্বর- ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যান্য গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, ভাংচুরের প্রতিবাদে জেলা বিএনপি প্রেসক্লাবের সামনে আজ দুপুরের দিকে এ কর্মসুচির আয়োজন করে।
প্রতিবাদ-বিক্ষোভে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পাননু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি মন্সী কামাল আজাদ পান্নু বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা করছে। অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ বলেন, সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে, নেতাকর্মীদের বুকে গুলি করে, পুলিশকে খুশি করে আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। অচিরেই তাদের ক্ষমতা ছাড়তে হবে। এর আগে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়।
শেখ ইমন/ইবিটাইমস