প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যক্তি।
হবিগঞ্জের বাহুবলে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আব্দুস শহিদের পুত্র রুকন মিয়ার মধ্যে খেলা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে পরদিন আব্দুস শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে বেধড়ক মারপিট করে। আহতাবস্থায় স্থানীয়ারা তাকে বাহুবল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলা যায়- ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে ছেলের সাথে দ্বন্দ্বের জেরে পিতাকে প্রাণ দিতে হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস