হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে রাসেল মিয়া নামে এক দুবাই প্রবাসীকে ছুরিকাঘাত সর্বস্ব লুট করে নিয়েছে একদল সন্ত্রাসী।
শুক্রবার সকাল ৮ টায় নতুনব্রীজ এনা কাউন্টার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। আহত রাসেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের খেলু মিয়ার ছেলে।
আহতের স্বজনেরা জানান, রাসেল মিয়া কিছুদিন পূর্বে দুবাই থেকে দেশে আসেন। ছুটি শেষে আবার দুবাই যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজে একদল সন্ত্রাসী তার উপর হামলা করে। এসময় তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকে পাসপোর্ট, মোবাইল, নগদ অর্থসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস