ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মোর্শেদকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রিপন শানঃ ভোলার বোরহানউদ্দিনের জনপ্রিয় গগণমাধ্যমকর্মী ; ভোলা দক্ষিণ প্রেসক্লাব # বিডিপিসি’র নির্বাচিত সহসাংগঠনিক সম্পাদক, দৈনিক আলোকিত বরিশাল এর স্টাফ রিপোর্টার, বরিশাল প্রতিদিন এর বোরহানউদ্দিন প্রতিনিধি ও সিএনএন বাংলা টিভির ভোলা দক্ষিন প্রতিনিধি  সাংবাদিক মেহেদি হাসান মোর্শেদকে মুঠোফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়েছে জনৈক বখাটে ।
সাংবাদিক মেহেদী হাসান মোর্শেদ জানান-  “২০/১১/২০২২ তারিখ সময় অনুমান সকাল ১০:১৫ ঘটিকায় ০১৩০৮৮৭৪১৪৪ নাম্বার হইতে আমার ব্যক্তিগত নাম্বার ০১৭১২৮৯১৮৭০ নাম্বারে অজ্ঞাতনামা একজন ব্যক্তি কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। ঐ ব্যক্তি বিভিন্ন ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। আমাকে রাস্তাঘাটে একা পাইলে পিটাইয়া পঙ্গু করিবে, আমার রগ কাটিয়া দিবে, আমাকে গুম করিয়া ফালাইবে বলিয়া হুমকি দেয়। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির আচরণে আমি ভীতসন্ত্রস্ত হইয়া পড়িয়াছি এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত ব্যক্তিদ্বারা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশংকা করছি বিধায় ২০/১১/২২ তারিখে বোরহানউদ্দিন থানায় হাজির হয়ে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। ডায়েরি নং ১০৮৪।”
এব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে- ভোলা দক্ষিণ  প্রেসক্লাব # বিডিপিসি সভাপতি ও ইউরো বাংলা টাইমসের ম্যানেজিং এডিটর প্রভাষক কবি শাহাবুদ্দিন  রিপন শান, বিডিপিসি সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সংবাদ এর চরফ্যাশন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন চরফ্যাশন প্রতিনিধি মাঈনুদ্দিন জমাদার,  সাংগঠনিক সম্পাদক ও ইউরো বাংলা টাইমসের রিপোর্টার সামসুন্নাহার স্নিগ্ধা,  সহসাংগঠনিক সম্পাদক ও টিটিভি অনলাইনের ব্যবস্হাপনা সম্পাদক তসলিম আখন, বিডিপিসির তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস আহমেদ,  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আজকের পত্রিকার বোরহান উদ্দিন প্রতিনিধি  সাইফুল ইসলাম আকাশ, বিডিপিসির  নারী ও শিশুকল্যাণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সমাচার এর ভোলা জেলা প্রতিনিধি  সিমা বেগম, নির্বাহী সদস্য মিজান পাটোয়ারি,  নিয়াজ মাহমুদ জয়, হাসনাইন আহমেদ প্রমুখ ।
আরো প্রতিবাদ জানিয়েছে- বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, অনলাইন প্রেস ইউনিটি, লালমোহন মিডিয়া ক্লাব, তজুমদ্দিন মডেল প্রেসক্লাব, উপকূল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম সংগঠন।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »