বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী নজরুল ইসলামকে নাজিরপুরে আ’লীগের সভাপতি চাচ্ছেন তৃনমূলের নেতা-কর্মীরা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আ’লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুলকে সংগঠনের উপজেলা সভাপতি হিসাবে দেখতে চাচ্ছেন তৃনমূলের নেতা-কর্মীরা। তিনি উপজেলা কৃষকলীগের আহŸায়ক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। তার পিতা মো. খালেক শেখ ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক।

জানা গেছে, আগামী কাল শনিবার (১৯ নভেম্বর) উপজেলার আ’লীগের সম্মেলন। এ নিয়ে উপজেলা ঝুড়ে চলছে নেতা-কর্মীদের প্রচারনা সহ লবিং ও তদবির। আর সে প্রচারনায় তৃনমূলের নেতা-কর্মীরা সভাপতি হিসাবে চাচ্ছেন এসএম নজরুল ইসলাম বাবুলকে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নওশের আলী দাঁড়িয়া জানান, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরের দিন ১৬ আগষ্ট সর্ব প্রথম নজরুল ইসলাম বাবুলের বড় ভাই ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন থানা সভাপতি শেখ আবুল বাশার ও তার (বাবুল) নেতৃত্বে উপজেলা সদর ও উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আর এর পর তাদের উপর বিভিন্নভাবে হয়রানী নেমে আসে।

উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন হালদার তিমির জানান, গত প্রায় সাড়ে ৩ বছর উপজেলা আ’লীগের নেতারা দলীয় কার্যক্রম থেকে অনেকটা নিস্ক্রীয় রয়েছেন। এ সময় আ’লীগ নেতা এসএম নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আ’লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের কমিটি গঠন সহ দলীয় বিভিন্ন কার্মকান্ডে তিনি ব্যাপক সহযোগীতা করে সংগঠনকে শক্তিশালী করে তুলছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »