কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা তারিখ জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেল গ্রেটেস্ট শো অন আর্থ- কিশ্বকাপ ফুটবলের মাস। আর ১৪ দিন পরই কাতার লুসাইল স্টেডিয়ামে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের ২২তম আসর। দীর্ঘ প্রায় একমাসের লড়াই শেষে লুসাইল স্টেডিয়ামেই একদলের হাতে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মধ্যদিয়ে শেষ হবে এ মহাযজ্ঞ।

বিশ্বকাপের মঞ্চে নামার আগে স্কোয়াড গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী ৩২টি দেশ। এরইমধ্যে অংশগ্রহণকারী দেশগুলো তাদের প্রাথমিক স্কোয়াডের তালিকায় ফিফা কাছে দিয়েছে। এখান থেকে ঘোষিত হবে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড। বিশ্বকাপের সেই মহাযজ্ঞে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন কারা কিংবা স্বপ্ন ভাঙবে কার তার জানা যাবে আগামী ১৩ নভেম্বরের মধ্যে। কেননা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে আগামী ১৩ নভেম্বরের মধ্যেই অংশগ্রহণকারী দল সমূহকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে।

স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্বমঞ্চ থেকে বাদ যাওয়ার আগেই ইনজুরির কারণে হারিয়ে যাচ্ছেন অনেক তারকা ফুটবলার। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে ফুটবলারদের চোটের মিছিল ততই বাড়ছে। আর সে চোটের মিছিলে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের। ইতিমধ্যে তারা পল পগবা, অ্যান্তোনিও কন্তে, রাফায়েল ভারানের মতো তারকাদের হারিয়েছে। অন্যান্য দলও আছে ঝুঁকির মধ্যে।

প্রথম দল হিসেবে দুই দিন আগে এবারের বিশ্বকাপের দল ঘোষণা করেছে জাপান।

দল ঘোষণার পর কোনো ফুটবলার চোটে পড়লে বদলি খেলোয়াড় নেয়া যাবে স্কোয়াডে। এর জন্য ফিফার অনুমতি লাগবে। আর তা অবশ্যই দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »