আগামীকাল থেকে অস্ট্রিয়া কয়েকদিন রৌদ্রোজ্জ্বল সোনালী অক্টোবর পাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আগত দিনে তাপমাত্রা ২৪ ডিগ্রি পর্যন্ত উঠার ইঙ্গিত দিয়েছে
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ অস্ট্রিয়ার আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে জনপ্রিয় দৈনিক Kronen Zeitung জানিয়েছে সোমবার অস্ট্রিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলে কিছুটা হালকা কুয়াশা থাকবে। কুয়াশা সরে গেলে সারাদিন সূর্যোজ্জল দিন থাকবে। তবে মাঝেমধ্যে সমগ্র অস্ট্রিয়ার উপর দিয়ে শুধুমাত্র কয়েকটি মেঘের খন্ড উড়ে যাবে। দিনের বেলায় রোদও পূর্বদিকে আরও বেশি করে বিরাজ করবে। সকালের তাপমাত্রা ৪ থেকে ১৩ ডিগ্রী এবং দৈনিক তাপমাত্রা সর্বোচ্চ ১৭ থেকে ২৪ ডিগ্রীতে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে।
মঙ্গলবারও অস্ট্রিয়ার উত্তর, পূর্ব ও দক্ষিণে প্রাথমিকভাবে কিছুটা কুয়াশা দেখা গেলেও বিকেলের মধ্যে আবার পরিষ্কার হয়ে যাবে। অন্যথায়, উষ্ণ এবং সর্বোপরি, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অস্ট্রিয়া জুড়ে বিরাজ করবে। শুধুমাত্র বিকেলের দিকে অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের দিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টির ঝড় বয়ে যাবে। সে সময় তাপমাত্রা ১৮ থেকে ২৩ ডিগ্রির মধ্যে প্রত্যাশিত ৷
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮,৬৬৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন।রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১,৭৩২ জন। অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে ÖO রাজ্যে ১,৮৬৪ জন,NÖ রাজ্যে ১,৬৭৩ জন,Steiermark রাজ্যে ১,২৮৯ জন, Kärnten রাজ্যে ৬২৮ জন,Tirol রাজ্যে ৫৯২ জন,Vorarlberg রাজ্যে ৩২৪ জন,Salzburg রাজ্যে ৩১৩ জন এবং Burgenland রাজ্যে ২৫২ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩,৪০,৫৪৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০,৯২৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৫১,৮৮,৮১৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৩০,৮০৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১২০ জন এবং হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ২,৪১৬ জন।
কবির আহমেদ/ইবিটাইমস