জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬ তম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে ১নং স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, এমপি’র সভাপতিত্বে দক্ষিনাঞ্চল সহ উপকুলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন জনিত কারনে সৃষ্ট নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রসংশা করেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভোলা জেলার নদীভাঙ্গন প্রতিরোধকল্পে লালমোহন তজুমদ্দিন উপজেলা’র জন্য বরাদ্দকৃত ১১শত কোটি টাকার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষে প্রতি বিশেষ আহবান জানান এবং শীত মৌসুমে নদীতে পানি স্বল্পতা ও নদীর নব্যতা হ্রাসের কারনে নৌপথে লঞ্চ চলাচলের সৃষ্ট সমস্যা সমাধানে যথপোযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন-দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি ১১৭ ভোলা-৩।

এসময় উপস্থিত ছিলেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি। সামশুল হক চৌধুরী, এমপি। মোঃ আফজাল হোসেন, এমপি। এ. এম. নাইমুর রহমান দুর্জয়, এমপি। মন্ত্রনালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আজিম উদ্দিন লিটন /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »