হুমকি ধামকি দিয়ে চট্টগ্রামের বিএনপির জনসমাবেশে ঠেকানো যাবে না : রিজভী

ঢাকা প্রতিনিধি: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তৃণমূলে উত্থান শুরু হয়েছে। আগামীকাল বুধবারও বিএনপির চট্টগ্রামের সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি হবে।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

বিএনপির নেতা বলেন, ‘বুধবার বন্দর নগরী চট্টগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে বিশাল জনসভা হবে। জনসভায় থাকবেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে।’

চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে বাড়িতে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন যে গণবিরোধী আচরণ করছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি তাদেরকে জোরালো কন্ঠে বলতে চাই এই ধরনের গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। বিএনপির জনসভা জনস্বার্থের জনসভা। জনগণের দাবির জনসভা সেই জনসভায় যারা আসতে ইচ্ছুক তারা যেন ভালোভাবে আসতে পারে আপনারা এর কোনও বাধা দিবেন না এবং সেখানে যে ধরনের ঘটনার কথা শুনছি এরকম কোনও পরিস্থিতি সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায় আপনাদেরকে বহন করবেন।

রিজভী বলেন, জনসভায় থাকবেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। সেই জনসভায় উপস্থিত হওয়ার জন্য শুধু চট্টগ্রামের জেলাগুলোর নেতাকর্মীরাই নয় সাধারণ জনগণও প্রস্তুতি নিয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »