পিরোজপুর প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের পিরোজপুরের এমপি (আসন-৩১৯) শেখ এ্যানী রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)।
মঙ্গলবার (১১ অক্টোবর) পৌনে ২টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার বংশীয় চাচী শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
তিনি মুক্তিযুদ্ধের সংগঠক এবং পাকিস্তান সরকার সময়ের এমএলএ ও দেশ স্বাধীনের পরে পিরোজপুর-১ আসনের এমপি এবং জেলা গভর্নর এবং জেলা আ’লীগের সভাপতি এ্যাড. মো. এনায়েত হোসনে খানের কন্যা।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম। তিনি বলেন, ‘ শেখ এ্যানী রহমান ছিলেন পারিবারিক ভাবে আওয়ামীলীগ পরিবারের। তার পিতা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। তার মৃত্যুতে পিরোজপুর হারিয়েছে একজন ঈমানদার আ’লীগের নেত্রী আর পিরোজপুর বাসী হারিয়েছেন এক খাটি দেশ প্রেমিক’।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস