বাঁচা-মরার লড়াইয়ে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার ম্যাচে বুধবার (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

প্রথম পর্বে নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ৩ খেলায় ২টি করে সমান জয়ে ৪ করে পয়েন্ট করে সংগ্রহ আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের। এতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে এই দু’দল। অন্য দিকে এখনো জয় হীন রয়েছে টাইগাররা।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারে বাংলাদেশ। ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বাজে ব্যাটিং পারফরমেন্স অব্যাহত থাকে বাংলাদেশের। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে তারা। ১৩৮ রানের সহজ টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। এতে ৮ উইকেটে ম্যাচ হারে টাইগাররা।

সাম্প্রতিক পারফরমেন্স বিচারে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা নেই বললেই চলে বাংলাদেশের। কিন্তু এখনও আশা দেখছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তার মতে, জয়হীন থাকলেও  বাংলাদেশ আসলে সঠিক পথেই এগোচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয় বাংলাদেশের। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র তিনটিতে। নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। নিউজিল্যান্ডের মাটিতে খেলা সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »