ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় আরও ১জন করোনা আক্রান্ত হয়েছে। এক সপ্তাহে যা দাড়িয়েছে ৩ জনে। দীর্ঘ বিরতীর পর করোনা সংক্রম বেড়ে যাওয়ায় অনেকটাই চিন্তিত মানুষ। তবে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিট প্রস্তত রয়েছে।
এদিকে করোনা আক্রান্ত হয়েছেন ভোলার সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান।
তিনি মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে এ তথ্য জানান। সোমবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ২৪ জন করেনায় আক্রান্ত হলো। যাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশত।
হঠাৎ করেই করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় আতংকিত হয়ে পড়েছেন মানুষ। তবে চিকিৎকরা রোগ নিয়ন্ত্রনে জনসাধারনকে সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন।
মনজুর রহমান/ইবিটাইমস