পিরোজপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপি’র নেতা ও পিরোজপুর জেলা বিএনপি’র আহ্ধসঢ়;বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন ‘প্রয়োজনে জীবন দিয়ে হলেও গনতন্ত্র উদ্ধার করবো। আর এ জন্য রাজপথে আছি। এবারের সকল দাবীর ফয়সা হবে রাজ পথে। আর সে দাবী হবে গনতন্ত্র পুন:উদ্ধারের দাবী। সে দাবী আদায়ে প্রয়োজনে আমার জীবন বিসর্জন দিবো’।
সোমবার (১০ অক্টোবর) কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে জেলা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত শোক র্যালী পরবর্তী পথ সভায় বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
দলীয় সূত্র জানান, ওই দিন দুপুরে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়ে শহরের বড় মসজিদের সামনে আসলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলে সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদল সভাপতি মিজানুর রহমান শাহীন, সাধারন সম্পাদক শহীদুল ইসলাম সাঈদ, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।
এর আগে অনুষ্ঠিত ওই শোক র্যালীতে দলীয় নেতাকর্মীদের হাতে কালো পতাকায় লাঠি সহ র্যালী করেন তারা।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস