অপ্রতিরোধ্য হলান্ড, দারুণ জয় ম্যান সিটির

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম। শনিবার রাতে ম্যান সিটির জয়ে গোল করেছেন আর্লিং হলান্ড। প্রতিপক্ষের বিরুদ্ধে সবসময়ই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যান সিটি। দলটি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সাউথাম্পটনকে।

দিনের আরেক ম্যাচে উলভসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। আর টটেনহ্যাম ১-০ গোলে জিতেছে ব্রাইটনের বিপক্ষে।

ম্যান সিটির বিপক্ষে সাউথাম্পটন শুরু থেকেই চাপে ছিল। এর আগে ৮ ম্যাচে ১৪ গোল করা নরওয়ের তারকা আর্লিং হলান্ড আবারও গোল করলেন। তিনি যেন অপ্রতিরুদ্ধ। কেউই আটকাতে পারছে না তাঁকে।এদিন ম্যান সিটির জয়ে হালান্ড, ফিল ফোডেন, জোয়াও কানসেলো ও রিয়াদ মাহরেজ একটি করে গোল করেন। ম্যান সিটিকে প্রথম গোলর দেখা পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০ মিনিট। ৩২ মিনিটে দলটির হয়ে দ্বিতীয় গোল ফোডেন। ডি ব্রুইনার পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

৪৯ মিনিটে মাহরেজ দলটির হয়ে তৃতীয় গোল করেন। আর নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড ৬৫ মিনিটে চতুর্থ গোল করে সিটিকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন। ইংলিশ লিগে এটি হালান্ডের ১৫তম গোল। সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে এটি হালান্ডের ২০তম গোল।

অন্য ম্যাচে চেলসির জয়ে কাই হাভার্টজ প্রথম গোল করেন প্রথমর্ধের ইনজুরি সময়ে। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন পুলিসিক। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান ৩-০ করেন আর্মান্দো বোরহা।

আর হ্যারি কেনের একমাত্র গোলে টটেনহ্যাম হারিয়েছে ব্রাইটনকে। ম্যাচের ২২ মিনিটে তিনি লক্ষ্যভেদ করেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »