শান্তিতে নোবেল পেয়েছে বেলারুশের মানবাধিকারকর্মী ও রাশিয়া–ইউক্রেনের দুটি মানবাধিকার সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক: শান্তিতে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছে বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াতস্কি এবং যুদ্ধরত দুই দেশে ইউক্রেন-রাশিয়ার দুই মানবাধিকার সংগঠন।

শুক্রবার (৭ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে।

বেলারুশের মানবাধিকারকর্মী আলেস অ্যালেস বিয়ালিয়াতস্কির সঙ্গে এই পুরস্কার পেয়েছে রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

এ বিষয়ে নোবেল কমিটি বলেছে, নোবেল শান্তি পুরস্কার জয়ীরা অনেক বছর ধরে নিজ নিজ দেশের ক্ষমতাসীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষায় প্রচার চালিয়ে আসছে। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো নথিভুক্ত করার প্রচেষ্টার জন্যও শান্তির এই নোবেলজয়ীরা প্রশংসিত।

নোবেল কমিটি আরও বলছে, ১৯৮০-র দশকের মাঝামাঝি সময়ে বেলারুশে গণতন্ত্র আন্দোলনের সূচনাকারীদের একজন হলেন ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত অ্যালেস বিয়ালিয়াৎস্কি। নিজ দেশে গণতন্ত্রের প্রচার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি।

শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেয়া হলেও শান্তি পুরস্কার ঘোষণা দেয়া হয় নরওয়ের অসলো থেকে। কাজটি আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ীই করা হয়।

পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন শান্তিতে নোবেলজয়ী ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান। এর আগে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সাংবাদিক। তারা হলেন ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »