পিরোজপুর প্রতিনিধি: পিরজোপুরের ভান্ডারিয়ায় প্রায় দুই কেজি গাঁজা সহ মোসাম্মাৎ মাকসুদা আক্তার (২৬) নামের এক নারীকে আটক করেছেন র্যাব।
সোমবার (০৩ অক্টোবর) বিকালে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত ওই নারী উপজেলার দক্ষিন ভান্ডারিয়া
গ্রামের মো. ছলেমান হাওলাদারের স্ত্রী।
র্যাব- জানান, ওই দিন দুুপুরে গোপন সংবাাদের ভিত্তিতে মাদক বেঁচাকেনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া ফার সার্ভিসের সামনের ভান্ডারিয়া বরিশাল সড়ক এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর
সিপিএসসি’র ডিএডি মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মাদক অঅইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটানয় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে। ওই নারী একজন নিয়মিত মাদক বিক্রেতা।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস