ডেস্ক রিপোর্ট: এবার রেমিট্যান্সও কমে গেলো। গেল সেপ্টেম্বরে দেশে এসেছে প্রায় ১ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন। রোববার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বৈধ চ্যানেলে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের চেয়ে যা ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। আর গত আগস্টের তুলনায় কমেছে ২৪ দশমিক ৪ শতাংশ। ওই মাসে রেমিট্যান্স আসে ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, এ অবস্থায় প্রবাসী আয় কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের ওপর সেই চাপ আরও বাড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে রেমিট্যান্স হ্রাস বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। গত ২৮ সেপ্টেম্বর তা কমে ৩৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমে গেছে। ৩১ আগস্টের তুলনায় যা ৬ দশমিক ৭ শতাংশ কম।
এরই মধ্যে ডলার সংকটে গত কয়েক মসে টাকার ব্যাপক অবমূল্যায়ন ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর প্রতি ডলারের বিনিময় হার ১০৭ টাকা ৫ পয়সায় দাঁড়িয়েছে। গত ১ বছরের মধ্যে যা ২৫ দশমিক ৭ শতাংশ কম।
তবে চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম প্রান্তিকে রেমিট্যান্স গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। এসময়ে প্রবাসী আয় এসেছে ৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ