অস্ট্রিয়ায় বসবাসকারী কিশোরগজ্ঞ জেলার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের ৫ নাম্বার ডিস্ট্রিক্টের স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন ও পর্তুগাল বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্র নেতা মাজাহারুল ইসলাম বর্তমানে ভিয়েনায় অবস্থান করছেন।
গতকাল শনিবার (১ অক্টোবর) তাদের ভিয়েনায় আগমন উপলক্ষে অস্ট্রিয়ায় বসবাসকারী কিশোরগজ্ঞ জেলার প্রবাসীরা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিকে সাথে নিয়ে তাদেরকে এক নাগরিক সংবর্ধনা দেয়। এই নাগরিক সংবর্ধনায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মধ্যে কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ড.ফারুক আল মাদানী এবং ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী বংশোদ্ভূত পিপলস পার্টি অস্ট্রিয়ার (ÖVP) কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর অফিসার জুবায়দুল হক চৌধুরী।
নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রিয়ায় বসবাসকরী কিশোরগজ্ঞ প্রবাসীদের মধ্য থেকে সিনিয়র সিটিজেন এ কে এম লিয়াকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইমাম শায়খ আবদুস সাত্তার।অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া দিয়ে মঞ্চে উপবিষ্ট করান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে অনুষ্ঠানের সভাপতিম এ কে এম লিয়াকত আলী।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মধ্যে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে অন্যতম অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন মোহাম্মদ মোস্তফা,মহসিন মোল্লা, ফিরোজ আহমেদ,রবিন মোহাম্মদ আলী,নয়ন হোসেন,মোহাম্মদ সোলায়মান মাস্টার, মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, মোহাম্মদ হাসিবুর রহমান জুয়েল,ইজাজুল ইসলাম শুভ,নিপুণ, ইকবাল মুস্তারি ও কবির আহমেদ প্রমুখ।
মাগরিব নামাজের জন্য সংবর্ধনা অনুষ্ঠানটি কিছু সময় বন্ধ রাখা হয়েছিল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই বক্তব্য রাখেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান অস্ট্রিয়ার বর্তমান ক্ষমতাসীন দল পিপলস পার্টি অস্ট্রিয়ার (ÖVP) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের নির্বাচিত জন প্রতিনিধি কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন। তিনি তার বক্তব্যে অতিথিদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাগত জানান। তিনি জর্জিয়ার স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দনকে উদ্দেশ্য করে বলেন একজন বংশোদ্ভূত বাংলাদেশী হিসাবে আপনার সাফল্যে আমরাও বিশেষ করে আমিও বেশ অনুপ্রাণিত হচ্ছি।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষের দিকে বক্তব্য রাখেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ড.ফারুক আল মাদানী। তিনি অতিথিদের ভিয়েনায় স্বাগত জানান। তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত হয়ে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ এক ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জর্জিয়া অঙ্গরাজ্যের ৫ নাম্বার ডিস্ট্রিক্টের স্টেট সিনেটর হিসাবে দায়িত্ব পালন করায় সমগ্র বাংলাদেশের গর্ব বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমানের হাতে কিশোরগজ্ঞ জেলার প্রবাসীদের পক্ষ থেকে উপহার ক্রেস্ট তুলে দেন ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের পিপলস পার্টি অস্ট্রিয়ার (ÖVP) রাজনীতিবিদ ও কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন। আর বর্তমানে বৃটেনে বসবাসকারী সাবেক পর্তুগাল বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্র নেতা মাজাহারুল ইসলামের হাতে উপহার ক্রেস্ট তুলে দেন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি এ কে এম লিয়াকত আলী।
অতিথিদের মধ্যে বক্তব্যে মাজাহারুল ইসলাম তাদেরকে সংবর্ধনা দেয়ার জন্য অস্ট্রিয়ায় বসবাসকারী কিশোরগজ্ঞ জেলার প্রবাসীদের প্রতি এবং উপস্থিত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি ও অস্ট্রিয়ায় বসবাসকরী কিশোরগজ্ঞ জেলার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংক্ষেপে তার যুক্তরাষ্ট্রে বসবাসের দীর্ঘ ৪২ বছরের ইতিহাস বর্ণনা করেন। তিনি আরও জানান অস্ট্রিয়া আসার
দুই দিন পূর্বে তিনি হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক বৈঠকে জর্জিয়া রাজ্যের একটি শীর্ষ প্রতিনিধি দলের
নেতৃত্ব দিয়েছেন। তিনি অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসীদের স্থানীয় রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান মাহমুদুর রহমান নয়নের অস্ট্রিয়ার স্থানীয় রাজনীতিতে সংশ্লিষ্টতা এবং সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যান্য তরুণদেরও নয়নের মত স্থানীয় রাজনীতিতে আগ্রহী ও অংশগ্রহণ করে কর্তৃত্ব নেওয়ার উপদেশ দেন।
তিনি আরও বলেন,যেহেতু আপনারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন,তাই অস্ট্রিয়ায় দেশীয় রাজনীতির চেয়ে এখানকার স্থানীয় রাজনীতিতে বেশী ফোকাস দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষের দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে সঞ্চালক শায়খ আবদুস সাত্তার অতিথিদের ভিয়েনায় স্বাগত জানান। তিনি জর্জিয়ার স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমানকে উদ্দেশ্য করে বলেন,তিনি যেহেতু যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের কেন্দ্রীয় ও নীতি নির্ধারক কমিটিতে আছেন তাই আমাদের জন্মভূমি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সাহায্য ও সহযোগিতার প্রতি বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের অন্যতম সংগঠক অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মাসুদুর রহমান মাসুদ জর্জিয়া অঙ্গরাজ্যের নানান প্রশাসনিক ব্যস্ততার মাঝেও সময় করে অস্ট্রিয়া সফরে আসায় স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অতিথিদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাগত জানান। পরিশেষে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি এ কে এম লিয়াকত আলী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন। পরে অস্ট্রিয়ায় বসবাসকরী কিশোরগজ্ঞ জেলার প্রবাসীদের উদ্যোগে অতিথিদের রাতের খাবারের মাধ্যমে আপ্যায়ণ করেন।
কবির আহমেদ/ইবিটাইমস