ঢাকা প্রতিনিধিঃ র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে র্যাব চিন্তিত নয়, সরকারিভাবে তা মোকাবেলা করা হচ্ছে। তিনি বলেন, কারো কথায় র্যাবের সংস্কারের প্রশ্নই ওঠে না, কারন র্যাব পরিচালিত হয় নির্দিষ্ট কিছু আইনে। ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মার্কিন নিষেধাজ্ঞার কোন চাপ বাহিনিটির ওপর নেই বলেও জানান নবনিযুক্ত মহাপরিচালক। জানান, জঙ্গী, মাদক ও সন্ত্রাসবাদ কঠোরভাবে মোকাবেলা করা হবে।
পরে তিনি ঘুরে দেখেন বঙ্গবন্ধু জাদুঘর। সই করেন পরিদর্শন বইয়ে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ