ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে ৬ হাজার ৬শত লিটার সয়াবিন ও ৭শত ৩২ লিটার ডিজেলসহ ২টি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।এ সময় চোরাকারবারি কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
শনিবার (১ অক্টোবর)কোস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করে জানান অভিযান চালিয়ে উপজেলার সুইজ ঘাট এলাকায় থেকে তৈল ও ট্রলার জব্দ করা হয়।
কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কেএম শাফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম দৌলতখান উপজেলার মেঘনা নদীর পাড় এলাকার সুইজ ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৬০০ লিটার সয়াবিন ও ৭৩২লিটার ডিজেল জব্দ করা হয়। চোরাই তৈল বহন কাজে ব্যবহৃত ২ ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। জব্দ কৃত সয়াবিন,ডিজেল ও ট্রলার আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দৌলতখান থানার হস্তান্তর করা হয়েছে।
মনজুর রহমান/ইবিটাইমস