‘শেখ হাসিনা হিন্দুদের পূজা পালনে নিরাপত্তা দেন’-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এদেশের হিন্দুরা পূজা পালন করতে পারেন নি। এমন কি হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের ও নারীদের সম্ভ্রমের কোন নিরাপত্তা ছিল না। তাই তারা প্রতিবাদ স্বরূপ প্রতিমাকে কালো কাপড় দিয়ে মুড়িয়ে রাখছেন বা ঘট পূজা করছেন। কিন্তু আ’লীগ সরকার ক্ষমতায় এসে এদেশের হিন্দুদের সেই পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছেন। আ’লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বার্তা দিয়েছেন আ’লীগের প্রতিটি কর্মীকে শক্তিশালী প্রহরী হিসাবে প্রতিটি মন্দিরে পাহারা দিতে হবে, যাতে কেহ মন্দিরের কোন মন্দিরের ক্ষতি করতে না পারে’।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে এ কথা বলেন। এ সময় মন্ত্রী উপজেলার ১৩৪টি মন্দিরে পৃথকভাবে সরকারী ও নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

নাজিরপুর সরকারী বঙ্গমাতা মহিলা কলেজ মাঠে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চ ল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তুহিন হালদার তিমিরের পরিচালনায় ওই দিন দুপুরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. নির্জন কান্তি বিশ্বাস প্রমুখ।

এর আগে একই দিন সকালে মন্ত্রী ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় এআইএফ-২ উপ প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন অসহায়দের মাঝে ৩৮টি বকনা ও ষাঁড় গরু প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদ পুকুর সহ ৪২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেট ও দেশীয় প্রজাতি এবং শামুক সংরক্ষন ও উনন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »