ইউএস স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান এখন ভিয়েনায়

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের জর্জিয়া রাজ্যের ৫ নাম্বার ডিস্ট্রিক্টের স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন এক সপ্তাহের সফরে এখন ভিয়েনায়

ইউরোপ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম হয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভিয়েনায় অবতরণ করেন স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এই সময় ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া ব্যুরো চীফ কবির আহমেদও উপস্থিত ছিলেন।

স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। তিনি অস্ট্রিয়ায় অবস্থানকালে ভিয়েনায় তাঁর খালাতো ভাই মাসুদুর রহমান মাসুদের বাসায় অবস্থান করবেন।

আগামীকাল শনিবার (১ অক্টোবর) বিকালে ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের এক অডিটোরিয়ামে অস্ট্রিয়ায় বসবাসকারী কিশোরগজ্ঞ জেলার প্রবাসীদের উদ্যোগে তাকে এক নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আমাদের ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া ব্যুরো প্রধানের সাথে এক একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের ৫ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান বলেন, আমরা প্রবাসীরা যে দেশে আছি সে দেশের মূলধারার রাজনীতির সাথেও সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। সিনেটর শেখ মুজাহিদুর রহমান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান মাহমুদুর রহমান নয়নের অস্ট্রিয়ার মূলধারার রাজনীতির সাথে সক্রিয়তা ও সাফল্যের জন্য প্রশংসা করেন।

স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান আগামী রবিবার (২ অক্টোবর) ইতালির স্লোভানিয়া সীমান্তবর্তী মনফালকনে বাংলাদেশী কমিউনিটি মনফালকনের দেয়া এক সংবর্ধনায় যোগ দিতে ইতালি সফর করবেন। তার পরের দিন সোমবার (৩ অক্টোবর) ভিয়েনায় Democrats Abroad Austria (DAA) এর উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান আমাদের অস্ট্রিয়া ব্যুরো প্রধানকে আরও জানান অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রও সফর করবেন তিনি। তাছাড়াও আগামী মাসে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের সাথে এক সরকারী সফরে অস্ট্রিয়ার প্রতিবেশী জার্মানির মিউনিখ সফরে আসবেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »