সাকিব হাসানঃ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামন্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন
পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিয়ে আমরা বাঙালি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা মিলেমিশে বসবাস করে আসছি। যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি।’
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২১টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি পূজামন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল।
চুয়াডাঙ্গা/ইবিটাইমস