শেরপুর প্রতিনিধি: খাদ্যবান্ধব কর্মসূচির ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে প্রথমবারের মতো চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে শেরপুর জেলায়। একইদিন টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমও শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে ও কর্মসূচির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান ও পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী।
কর্মসূচিতে জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভার মোট ৬৯ হাজার ৯৩২ জন ভোক্তা ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। জেলার পাঁচটি উপজেলায় ১১২ জন ডিলারের মাধ্যমে এ কর্মসূচিতে ১০হাজার ৪৮৯ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ